প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১০:০৩ পিএম | অনলাইন সংস্করণ
ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর) আসনের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন করে দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকার মাঝি হচ্ছেন। এমনটাই জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র। সমৃদ্ধ ও মানবিক বাঞ্ছারামপুর গড়ে তুলতে মেঘনা, তিতাস ও ঢোলভাঙা নদী দ্বারা বেষ্টিত বাঞ্ছারামপুরে উন্নয়নের মহানায়কে পরিণত হয়েছেন তিনি।
অভ্যন্তরীণ যোগাযোগে অভূতপূর্ব উন্নয়নের ক্ষেত্রে তিতাস নদীর ওপর (ওয়াই আকৃতির) শেখ হাসিনা তিতাস সেতুসহ আরও ১০টি বড় সেতু, স্কুল–কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক'শ ভবন নির্মাণ, কৃষি ইনস্টিটিউটসহ বেশ কয়েকটি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষার মানোন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন ক্যাপ্টেন তাজ।
মানুষের আর্থ সামাজিক উন্নয়নসহ সমৃদ্ধ বাঞ্ছারামপুর গড়ার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন তিনি।
শতভাগ বিদ্যুতায়ন, গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য গ্যাসের সংযোগ, প্রায় শতভাগ সড়ক পাকাকরণ করা হয়েছে।
আগামী দিনে সংসদ সদস্য হলে ঢাকা–আগরতলা বাইপাস সড়ক নির্মাণে(বাঞ্ছারামপুর–আড়াইহাজার) মেঘনা– তৃতীয় সেতু নির্মাণের প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এ ছাড়া ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–সিলেট বাইপাস সড়কও সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবেন তিনি ।