প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৪:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
ডিপ্লোম্যাট কনফারেন্সে বিশ্বের ২য় হয়েছেন বাংলাদেশের আজওয়াদ আহবাব খান।
নভেম্বর ২০২৩ এর ১০ থেকে ১৩ তারিখ পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বেষ্ট ডিপ্লোম্যাট কনফারেন্সে পৃথিবীর প্রায় ৪০ টি দেশের ৭০ জন অংশ নেন। প্রতিযোগীর মাঝে ২য় স্থান অর্জন করেছেন বাংলাদেশের আজওয়াদ আহবাব খান। এটি মুলত জাতিসংঘের একটি সিমুলেশন প্রোগ্রাম।
আহবাবের বাড়ি মানিকগঞ্জ পৌর শহরের গঙ্গাধরপট্টি এলাকায়। আজওয়াদ আহবাব খান এফবিসিসিআই এর পরিচালক জনাব তোসাদ্দেক হোসেন খান টিটোর একমাত্র সন্তান। তিনি ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে সম্প্রতি সাফল্যের সাথে ও লেভেল কমপ্লিট করেছেন। তার মা আফরোজা খান হাইকোর্টের একজন আইনজীবী।
আহবাব ভবিষ্যতে একজন ব্যারিস্টার হতে চান। তার পিতা মাতা সবার কাছে আহবাবের জন্য দোয়া কামনা করেছে৷