প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৯:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুরের জাজিরায় মাদকদ্রব্য ও জুয়া নিষিদ্ধ করনের পদক্ষেপ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলার বিকেনগর ইউনিয়নের ছোবান্দিমাদবর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিকেনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বি.কে. নগর ইউনিয়নের চেয়ারম্যান এসকান্দার আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জসিম মৃধার পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
এসময় বক্তারা ও এলাকাবাসী জোর দাবি করে বলেন, এলাকায় মাদকসেবী ও মাদক কারবারির সংখ্যা দিন দিন বাড়ছে। এতে করে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এলাকার মাদক কারবারিদের তালিকা করে মাদক নির্মূল করতে সবাইকে সচেতন হতে হবে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল বলেন, মাদক ও জুয়া একটি সমাজ, জাতি তথা দেশকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের ছোবল থেকে মুক্তি পেতে হলে পিতা-মাতাকে সন্তানের প্রতি আরও সচেতন হতে হবে। এবং সমাজের সকলকে ঐক্যবদ্ধ মাদক ও জুয়ার বিরুদ্ধে কাজ করতে হবে।
জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সবাই মিলে অপরাধ দমনে কাজ করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন,বিকেনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার এরশাদ মাদবর, বি.কে নগর ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ খালেক মোল্লা, সাবেক মেম্বার তোতা মৃধা, মোঃ মকবুল মাদবর, মোঃ ইব্রাহীম মোল্লা, কালু মাদবর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।