রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বাংলাদেশের হোম সিরিজের পাশাপাশি টি স্পোর্টসে দেখা যাবে বিপিএল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৯:৪৪ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশপ্রিমিয়ার লিগ-বিপিএলের পরবর্তী২ আসরের সম্প্রচার সত্ত্ব কিনেছে টি স্পোর্টস নেতৃত্বাধীনটি স্পোর্টস- কনসোর্টিয়াম। টিভি পর্দায় টিস্পোর্টসের পাশাপাশি টি স্পোর্টস অ্যাপেওদেখা যাবে বাংলাদেশের ঘরোয়াক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ আসর, বিপিএল। এদিকে, ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশেরসব হোম সিরিজের সত্ত্বকিনেছে টি স্পোর্টস নেতৃত্বাধীনটি স্পোর্টস কনসোর্টিয়াম। যথারীতি টি স্পোর্টস ওজিটিভি সম্প্রচার করবে টাইগারদের ম্যাচগুলো, দেখা যাবে টি স্পোর্টসঅ্যাপেও।  

সবকিছুঠিক থাকলে ২০২৪ সালের শুরুতেমাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭দলের অংশগ্রহণে টুর্নামেন্ট চলবে ফেব্রুয়ারির শেষসপ্তাহ পর্যন্ত। টি স্পোর্টসের প্রধাননির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক বলেন, “দর্শক চাহিদার কথা চিন্তা করেআমরা বিপিএল দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড – বিসিবিকে অসংখ্য ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখারজন্য। বিপিএল দেখানোর পাশাপাশি টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য বিসিবি’র সঙ্গে এক হয়ে আমরাকাজ করতে চাই। আশাকরি, বিপিএল প্রডাকশনেও নতুন মাত্রা যোগহবে এবার।“ নতুন মেয়াদে, দশমও এগার-তম আসরেরজন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহবান করে বাংলাদেশ ক্রিকেটবোর্ড-বিসিবি। টি স্পোর্টসের পাশাপাশিএশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড, টপ অব মাইন্ড, ব্যানটেক লিমিটেড ও জিটিভি মিলেগঠিত কনসোর্টিয়াম বিপিএলের সত্ত্ব কিনে নিয়েছে। টেলিভিশনেটি স্পোর্টসের পাশাপাশি জিটিভিতে দেখা যাবে বিপিএলেরপরবর্তী ২ আসরের সবম্যাচ। 

বাংলাদেশেরহোম সিরিজের পরবর্তী সাইকেলে ২০২৪ সালের ডিসেম্বরপর্যন্ত চারটি সিরিজ খেলবে টাইগাররা। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে যা শুরুহবে। বিপিএলের পর পূর্ণাঙ্গ সিরিজখেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।টাইগারদের বিপক্ষে ২ টেস্ট, ৩ওয়ানডে ও ৩ টিটোয়েন্টি ম্যাচ খেলবে তারা। এপ্রিলে ২ টেস্ট ও৫ টি টোয়েন্টি ম্যাচখেলতে আসবে জিম্বাবুয়ে আরঅক্টোবরে দক্ষিণ আফ্রিকা আসবে ২ ম্যাচেরটেস্ট সিরিজ খেলতে। সবগুলো ম্যাচই দেখা যাবে দেশেরশীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে।  

এদিকে, ২০২৮ সাল পর্যন্ত ভারতীয়ক্রিকেট দলের সব হোমসিরিজের সত্ত্ব কিনেছে টি স্পোর্টস। ভিরাটকোহলি-রোহিত শর্মাদের সব হোম ম্যাচদেখা যাবে টি স্পোর্টসটিভি ও টি স্পোর্টসঅ্যাপে। এ সময় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা-সহ প্রায় সবদেশের সঙ্গেই দ্বি-পাক্ষিক সিরিজখেলবে টিম ইন্ডিয়া। আগামীবছরের সেপ্টেম্বরে ২ টেস্ট ও৩ টি টোয়েন্টি ম্যাচখেলতে ইন্ডিয়া যাবে বাংলাদেশ দল।এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টসনেটওয়ার্ক।  

টিস্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক বলেন, “বাংলাদেশের সব হোম ওঅ্যাওয়ে ম্যাচের সম্প্রচার সত্ত্ব পাওয়া নিয়ে আমরা কাজকরছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলইন্ডিয়ার রাইটস পাওয়া। টি স্পোর্টসের মাধ্যমেদেখা যাবে ইন্ডিয়ার সবহোম ম্যাচ। বাংলাদেশের দর্শকদের জন্য এটি অবশ্যইদারুণ খবর।“ 

২০২৮সাল পর্যন্ত ঘরের মাঠে ২৫টেস্ট ২৪ ওয়ানডে ও৩৯ টি টোয়েন্টি ম্যাচখেলবে ইন্ডিয়া। এই ৮৮ ম্যাচইদেখা যাবে টি স্পোর্টসে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]