সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ফের বোয়ালমারী-আলফাডাঙ্গায় দাপুটে প্রাক-নির্বাচনী প্রচারণায় আরিফুর রাহমান দোলন
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ১২:৪৬ এএম | অনলাইন সংস্করণ



:

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনের বোয়ালমারী ও আলফাডাঙ্গায় আবারও দপুটে প্রাক-নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ফরিদপুর-১ আসনে এমপি প্রার্থী, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন। 

শনিবার দিনভর ফরিদপুর-১ আসনের বোয়ালমারী-আলফাডাঙ্গার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারে গণসংযোগ ও বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

বক্তব্যে আরিফুর রহমান দোলন বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন এবং আবারও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সবার প্রতি আহবান জানান। সেই সঙ্গে তিনি সকলের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান  ভোট প্রত্যাশা করেন। 

বিকালে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে উপজেলা আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান দোলন। 

এরপর একই স্থানে আলফাডাঙ্গা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দীন শেখ ও উপজেলা কৃষক লীগ আহবায়ক কমিটির সদস্য আসাদ মিয়ার স্মরণে উপজেলা কৃষক লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন তিনি।

সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার শেখর এলাকায় একটি যজ্ঞানুষ্ঠানে ও রূপাপাত ইউনিয়নের রূপাপাত বাজার সংলগ্ন  একটি যজ্ঞানুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। 

এসময় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ শওকত আহমেদ, সাবেক  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান হাবীব হাসান শিকদার, উপজেলা কৃষক লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুজ্জামান কদর, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম রানা খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]