প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৮:৫২ পিএম | অনলাইন সংস্করণ
বরগুনার বেতাগীতে পৃথক পৃথকভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা যুবলীগের আয়োজনে আনন্দ র্যালী, কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত ও আলোক সজ্জার আয়োজন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল রানার নেতৃত্বে স্থানীয় উপজেলা যুবলীগের কার্যালয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ অনুষ্ঠান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাদীসুর রহমান পান্না, বেতাগী পৌরসভার কাউন্সিলর লূৎফার রহমান ফিরোজ ও আওয়ামী লীগের নেতা গোলাম কিবরিয়া লাবলু সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন বলেন, আমি মনে করি আমরা সবাই ঐক্যবদ্ধ ও এক পরিবারের সন্তান। কারও বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নেই। লক্ষ্য একটাই আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় অর্জন করানো।
এদিকে বেতাগী পৌর শহরস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উপজেলা যুবলীগের অপরঅংশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এ সময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম লিটন, পৌর যুবলীগের সভাপতি মনিরুজ্জমান মনির, পৌর যুবলীগের সাগঠনিক সম্পাদক বশির আলম পলাশ, উপজেলা যুবলীগ নেতা মনির হোসেন হাওলাদার, পৌর ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে যুবলীগের অন্য নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম লিটন ফরাজী বলেন, আমাদেরও কোন অভিযোগ নেই। তবে ২০১৭ সালে যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। এরপর থেকে দীর্ঘ সময় নতুন কমিটি না হওয়ায় এবং যবলীগের শীর্ষস্থানীয় নেতাকর্মিদের এড়িয়ে চলায় সংগঠনের ভেতরে অনেকের মধ্যেই ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তার পরেও দলের ও নৌকার স্বার্থে আমরা এক। আগামী দ্বাদশ জাতীয় সংদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতেই বৃহত্তর পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি।