প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৯:১০ পিএম আপডেট: ০৯.১১.২০২৩ ৯:২৫ পিএম | অনলাইন সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে হাঁসের ডিমের ভিতর থেকে বেরিয়ে এল অদ্ভুত দর্শন এক জীব। ঠিক দেখতে যেন সাপের বাচ্চার মতো। এরকম চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া বটতলা এলাকার ফিরোজ আলমের বাড়ীতে। অদ্ভুত দর্শনের ওই জীবটি দেখার জন্য এলাকার মানুষের ভিড় জমে যায় তাঁর বাড়ীতে।
জানা গেছে, ফিরোজ আলমের স্ত্রী কোহিনূর বেগম গত বুধবার সকালে হাঁস-মুরগী খাঁচা থেকে প্রতিদিনের ন্যায় হাঁসের ডিম বের করে রান্না ঘরের আলমারীতে রাখে। পরদিন বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ছেলেকে ডিমটি ভাজি করে খাওয়ানোর জন্য রান্নায় বসেছিলেন তিনি। ডিমটি ফাটিয়ে পাত্রে ঢালতেই চোখে পড়ে ডিমের কুসুমের মধ্যে নড়াচড়া করছে সাপের বাচ্চার মতো দেখতে অদ্ভুত একটি জীব। সঙ্গে সঙ্গে পাত্রটি তার শ্বাশুরীকে দেখালে ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে বাড়ীতে ভীড় জমাতে থাকেন কৌতূহলী প্রতিবেশীরা। অদ্ভুত দর্শনের ওই জীবটি লম্বা প্রায় ৬/৭ ইঞ্চির মতো।
গ্রামের কৌতূহলী মানুষেরা এটিকে সাপের বাচ্চা মনে করলেও উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক রাশেদুল ইসলাম এটিকে হাঁসের ভ্রুণই মনে করছেন। তিনি বলেন, এটি হাঁসের ভ্রুণ। ঠিকমতো নিষিক্ত না হওয়াতে এটি দেখতে সাপের বাচ্চার মতো আকার ধারণ করেছে।