প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৮:৪৯ পিএম আপডেট: ০৭.১১.২০২৩ ১১:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহে এসেছে ১৯৯৬ মেট্রিক টন আলু। অন্যদিকে গত এক সপ্তাহে পেয়াঁজ এসেছে ৮ হাজার ৫৬১ মেট্রিক টন।
এদিকে ধারাবাহিকভাবে পেয়াঁজ ও আলুর আমদানীতে প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের বাজার গুলোতে। কমেছে এ দুটি পন্যের দাম, এতে ক্রেতাদের মাঝে কিছুটা হলেও ফিরেছে স্বস্তি।
এদিকে স্থানীয় প্রশাসন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানী হওয়া আলু ও পেয়াঁজ সহ পচনশীল খাদ্যপন্য দেশের অভ্যান্তরে নিরাপদে পৌচ্ছাতে পন্যবাহী ট্রাক গুলোর চলাচলে বিজিবি পুলিশ নিরপত্তার ব্যবস্থা করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিজেরা বিষয়গুলো তদারকি করছেন, যাতে আমদানী পন্যবাহী ট্রাক চলাচলে কোন সমস্যা না হয়।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, আলু পেয়াঁজের ট্রাকগুলোর বন্দরে দ্রুত সময়ে প্রবেশ করে আবারো ফিরে যেতে পারে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। গত এক সপ্তাহে এসেছে ১৯৯৬ মেট্রিক টন আলু। অন্যদিকে গত এক সপ্তাহে পেয়াঁজ এসেছে ৮ হাজার ৫৬১ মেট্রিক টন।