প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৯:২৫ পিএম আপডেট: ০৭.১১.২০২৩ ১০:১৩ পিএম | অনলাইন সংস্করণ
একসময় এই দেশে খাদ্যাভাব ছিলো, সারের জন্য মানুষকে গুলি করে হত্যা করা হতো। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই কৃষি বান্ধব সরকারের দূরদর্শী ও যুগপৎ সিদ্ধান্তের ফলে আজ আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
মাগুরার শালিখায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প-ডিএই এর আওতায় উপজেলা কৃষিসম্প্রারণ অধিদপ্তরের আয়োজনে মাঠদিবস ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-২ আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিকদার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন করেছে, যার সুফল ইতিমধ্যেই জনগণ ভোগ করতে শুরু করেছে। এই উন্নয়ন এখন বিশ্ব স্বীকৃত। কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নে নানাবিধ কর্মসূচির প্রশংসা করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের ভূয়সী প্রশাংসা করে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি করার এই ধারাবাহিকতা আগামীতেও ধরে রাখার জন্য আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
আজ মঙ্গলবার সকালে শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের বাউলিয়া গ্রামে (মধ্যপাড়া) অনুষ্ঠিত এ মাঠ দিবস ও কৃষক সমাবেশে উপপরিচালক, কষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রারণ প্রকল্প রমেশ চন্দ্র ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, অতিরিক্ত উপপরিচালক ডিএই মাগুরা কৃষিবিদ বিষ্ণু পদ সাহা, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন, বুনাগাতী ইউপি চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন। এছাড়াও শালিখা বুনাগাতী ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।