জেল হত্যা দিবস উপলক্ষ্যে সুইডেন আ. লীগের স্মরণ সভা
সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে স্মরণ সভা'র আয়োজন করা হয় ৫ নভেম্বর রবিবার স্টকহোমের হালুন্দা ফলকেটস হুসে।
সুইডেন আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম এর পরিচালনায় গভীর ভাব গাম্ভীর্যের মধ্যে স্মরণ সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আওলাদ হোসেন ,৭১ এর মুক্তিযোদ্ধে ৭৫ এর ১৫ ই আগস্ট ও ৩রা নভেম্বরে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন কর হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সহ জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা আওলাদ হোসেন।
সুইডেন আওয়ামী লীগ এর নব নির্বাচিত সভাপতি এ.এইচ.এম জাহাঙ্গীর কবির তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সাথে আপোষ না করায় খুনি মোস্তাক এর নির্দেশে কিছু বিপথগামী সেনা কর্মকর্তা পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্হান কারাগারের ভিতরে জাতিয় চার নেতা কে নির্মম ভাবে হত্যা করে, নেতৃত্বের সাথে বেইমানি না করার এই আদর্শ কে আমরা আমাদের মাঝে জাগ্রত করে আসুন এক সাথে কাজ করে আগামী সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা কে পূণরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করি।
সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম বলেন মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বাংলাদেশ কে একটি ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করেছেন আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই কে এক সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন,আসুন আমরা সুইডেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন কে বাস্তবায়ন করতে সুইডেন এর মুজিব আদর্শের অনুসারী স্মার্ট প্রজন্ম কে কাজে লাগাই।
স্মরণ সভায় এসময় মুঠোফোনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন সুইডেন আওয়ামী লীগ এর সাবেক সফল সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম আম্বিয়া ঝন্টু অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সুইডেন আওয়ামী লীগ এর সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি মহিউদ্দীন আহমদ লিটন, সিরাজুল হক খান রানা,জাকারিয়া খন্দকার, শাহ আলম চৌধুরী, ইফতেখার জুয়েল, মিজানুর রহমান মিজান, আফছার আহমেদ, আবিদ খান ,নাছিম আহমদ, বিশিষ্ট ব্লগার আরিফ মাহবুব,মাহামুদুর রহমান মিঠু,সৈয়দ জাকির আহমদ, জাকির হোসেন লরেন।
এসময় স্মরণ সভায় উপস্থিত ছিলেন লায়লা আরজুমান, রফিক আহমদ, আব্দুস সালাম চৌধুরী,আখতারুল ইসলাম, রফিকুল ইসলাম নয়ন, রিপন আহমেদ, জারনিগার সুলতানা,ফাতেহা আমিন, ফরিদা ইয়াসমিন, শাহনাজ পারভীন, ইসরাত জাহান, তারেক ঘোষ, দেলোয়ার হুসেন, মীর সোহাগ,মনিরুল ইসলাম, এম এ সালাম,নাসির উল হক বাবুল, হেলাল আবতাবী, টিলু বড়ুয়া,জুয়েল আহমদ,আমজাদ হুসেন, আসিফ আহমদ, এম ডি এনামুর বিশ্বাস, হুমায়ুন কবির রিপন, মোহাম্মদ হাসান মিয়া,তারেক মোস্তফা, শাহজাহান চৌধুরী,রুমান আরিফ ,তুষার খান, প্রমুখ।