বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নেত্রকোণায় ৪ জন পুরোনো, নতুন মুখ একজন!
উৎপল দাস
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৫:৫৯ পিএম আপডেট: ০৬.১১.২০২৩ ৮:৩৮ পিএম | অনলাইন সংস্করণ

নেত্রকোণা জেলার ৫টি সংসদীয় আসনের ৪টিতেই; দ্বাদশ সংসদ নির্বাচনে পুরোনো সংসদ সদস্যরা ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে যাচ্ছেন এবং শুধু নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে প্রার্থী পরিবর্তনের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে বলে মনোনয়ন সংশ্লিষ্ট দলের একাধিক নেতা নিশ্চিত করেছেন।

ভোরের পাতার সাথে আলাপকালে তারা জানিয়েছেন, বিএনপি এখনো নির্বাচনে পুরোপুরিভাবে অংশ নিবে সে লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনাও কম। সেদিক বিবেচনায় নেত্রকোণা জেলার ৫ টি সংসদীয় আসনের ৪ টিতে পুরোনো সংসদ সদস্যরা মনোনয়ন পাচ্ছেন, এটা মোটামুটি চূড়ান্ত। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামী লীগে মনোনয়নপ্রত্যাশীর ছড়াছড়ি। এক ডজনের বেশি নেতাকর্মী মনোনয়নপ্রত্যাশী হয়ে নির্বাচনী মাঠে কাজ করছেন। তবে পচাত্তরের প্রতিরোধ যোদ্ধা এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসাবে বর্তমান সংসদ সদস্য  মানু মজুমদার দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হচ্ছেন। এছাড়া আসনটিতে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেংও কাজ করছেন। 

নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ না থাকায় তিনিই আবারো নৌকার মাঝি হতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। 

নেত্রকোণার কেন্দুয়া ও আটপাড়া উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ একাধিক প্রার্থীর তৎপরতা থাকলেও বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নব্বইয়ের গণআন্দোলনের অন্যতম ছাত্রনেতা অসীম কুমার উকিলই দলের প্রথম পছন্দ বলে জানা গেছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগও নেই। 

জুলাইয়ে নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় সাজ্জাদুল হাসান নির্বাচিত হয়েছেন। দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনিই দলের প্রার্থী হচ্ছেন বলেও জানা গেছে। যদিও একই আসনে নব্বইয়ের ছাত্র আন্দোলনের তুখোড় নেতা শফি আহমেদও দলের মনোনয়ন চাইবেন। 

জেলার পূর্বধলা উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-৫ আসনের সর্বত্রই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে। টানা তিনবারের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক, নিজেকে রাজনীতি থেকে গুটিয়ে নেয়া, পারিবারিক সমস্যা এবং অসুস্থতাজনিত কারণে মনোনয়ন বঞ্ছিত হতে যাচ্ছেন। এমনকি তার পরিবার থেকেও কাউকে মনোনয়ন নেয়ার বিষয়ে দলের হাই কমান্ডের কোনো সবুজ সংকেত নেই। এদিক বিবেচনায় নেত্রকোণা-৫ আসনে নতুন মুখের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন মনোনয়ন প্রত্যাশী। যদিও কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ নেতাদের দলীয় মনোনয়ন দেয়ার ক্ষেত্রে কিছুটা বাঁধা রয়েছে। জেলা আওয়ামী লীগের সদস্য এবং তৃণমূলে গ্রহণযোগ্যতা অর্জনকারী ইঞ্জিনিয়ার তুহিন আহমেদ খানকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নেত্রকোণা জেলায় একমাত্র চমক হিসাবে বিবেচনা করা হচ্ছে। সর্বশেষ শারদীয় দূর্গাপূজায় নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করে তিনি পুরো জেলা থেকে সারাদেশেই প্রশংসিত হয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]