প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ২:১০ পিএম | অনলাইন সংস্করণ
বিশ্বকাপ থেকে বিদায় আগেই ঘটে গেছে। এখন বাংলাদেশের লক্ষ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করা। এবারের বিশ্বকাপে সেরা আট দলের মধ্যে থাকতে পারলেই আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে টাইগাররা।
সে যোগ্যতা অর্জনের শেষ সুযোগ আজ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি শ্রীলঙ্কার।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কাকে।
তানজিম হাসান সাকিব মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। শ্রীলঙ্কা দলে দুটি পরিবর্তন, ধনঞ্জয়া ও কুশল পেরেরা ঢুকেছেন করুণারত্নে ও হেমন্তের বদলে।
বাংলাদেশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ ঠিকশানা, কাসুন রাজিথা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশাঙ্কা।