প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ৯:২৮ পিএম | অনলাইন সংস্করণ
খাগড়াছড়িতে বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বিএনপির ডাকা দুই দিনের অবরোধ কর্মসুচি চলছে। অবরোধের সমর্থনে বিভিন্ন জায়গায় মিছিল, সড়কে আগুন, ইট-পাটকেল ছুঁড়ে পিকেটিং করেছে বিএনপি নেতাকর্মীরা।
ভোরে মাটিরাঙ্গা বাজারে সড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন সমর্থকরা। জালিয়া পাড়া-রামগড় সড়কে গাছ ফেলে ব্যারিকেড, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৮ মাইল এলাকায় ট্রাক, বাস ও সিএনজি চলাচলে বাঁধা দেয় পিকেটাররা।
সকাল সাড়ে ৯ টার দিকে জেলা শহরের জিরোমাইল এলাকায় পাহাড়ের উপর থেকে ইটপাটকেল ছুঁড়ে গাড়ি ভাংচুর করার চেষ্টা করলে পুলিশ-বিজিবি ও আনসার সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে পুরো এলাকায় তল্লাশি করে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
তবে শহরের মধ্যে যান চলাচল স্বাভাবিক রয়েছে। জেলা থেকে ছেড়ে যায়নি দূর পাল্লার রুটের কোন ধরণের পরিবহন।
বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। টহলে রয়েছে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।