প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৮:৫১ পিএম | অনলাইন সংস্করণ
ওয়ানডে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস-আফগানিস্তান। শুরুর দিকে রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে ভিন্ন আভাসই দিয়েছিল ডাচরা। এর পরের গল্পটা রহমত শাহ ও হাশমতউল্লাহ শহিদীর লেখা। দুজনের ব্যক্তিগত অর্ধশতকে ডাচদের হেসেখেলে হারিয়ে সেমির স্বপ্নে আরো এক ধাপ এগিয়েছে আফগানরা।
লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে ৪৬.২ ওভারে মাত্র ১৭৯ রানে অল আউট হয় নেদারল্যান্ডস। জবাবে ১১১ বল বাকি রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় আফগানিস্তান। সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে তারা।
আফগানিস্তানের হয়ে রান তাড়া করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সাজঘরে ফেরার আগে গুরবাজ ১০ ও ইব্রাহিম ২০ রান করেন।
দুই ওপেনার না পারলেও আসরে নিজের টানা তৃতীয় ফিফটির দেখা পান রহমত শাহ। তার দারুণ ইনিংস থামে ৫২ রানে। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিও পেয়েছেন অর্ধশতকের স্বাদ।
শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এ সময় যথাক্রমে ৫৬ ও ৩১ রানে অপরাজিত ছিলেন তারা। নেদারল্যান্ডসের হয়ে ভ্যান বিক, সাকিব জুলফিকার ও মারউইর প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।
এর আগে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। শুরুটা ভালো হয়নি তাদের। ইনিংসের প্রথম ওভারেই ১ রানে সাজঘরে ফেরেন ওয়েসলি বারেসি।
দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন ম্যাক্স ও'দাউদ ও কলিন আকারম্যান। দায়িত্বশীল ব্যাটিংয়ে অর্ধশতকের পথে ছিলেন ম্যাক্স। তবে ব্যক্তিগত ৪২ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন তিনি।
কলিন আকারম্যান ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দলীয় ৯২ ও ব্যক্তিগত ২৯ রানে তিনি রান আউট হতেই ব্যাটিং ধসে পড়ে নেদারল্যান্ডস। পরের বলেই রান আউট হন আগের ম্যাচের সেরা খেলোয়াড় এডওয়ার্ডস।
একে একে বাস ডি লিড (৩), সাকিব জুলফিকার (৩) ও লোগান ভ্যান বিক (২) ফেরেন। একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত হাফসেঞ্চুরি তুলে নেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ৫৮ রানে তিনি রান আউট হলে ডাচদের বিপদ আরো বাড়ে।