প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৭:৩৫ পিএম আপডেট: ০২.১১.২০২৩ ৭:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলন বয়কট করেছেন একই অংশের ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএফইউজে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরপরই এই ঘটনা ঘটে।
ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী জানান, দীর্ঘদিন যাবত বিএফইউজে নেতারা ডিইউজে সাংবাদিকদের অবজ্ঞা করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজকে বিএফইউজে সম্মেলনেও ডিইউজে সাংবাদিকদের তারা অবজ্ঞা করেছেন।
সোহেল হায়দার বলেন, সম্মেলনে সাংবাদিকদের নিয়ে বঙ্গবন্ধুর একটি লেখা ডিইউজের বিশেষ সংকলন সব সদস্যের মাঝে বিতরণকালে বিএফইউজে নেতারা বাধা দেন এবং অবজ্ঞা করেন ডিইউজে নেতাদের। এরপরই ডিইউজে সাংবাদিক নেতাকর্মীরা সম্মেলন বয়কটের ঘোষণা দিয়ে সেখান থেকে বের হয়ে যান এবং সম্মেলনের বাইরে এসে বিএফইউজে সম্মেলন বয়কট করে বক্তব্য দেন।