প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার জাতীয় বীর কর্নেল (অবঃ)শওকত আলী'র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহহীনদের মাঝে ঘর বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকাল ৪টায় কর্নেল শওকত আলী ফাউন্ডেশনের নড়িয়া পৌরসভা কলুকাঠি ৫ নং ওয়ার্ডের প্রতিবন্ধী কুদ্দুস বেপারীর পরিবারের মাঝে শওকত নিবাস নামে এই ঘর বিতরণ করা হয়।
ঘর বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অবঃ)শওকত আলীর সহধর্মিনী ও কর্নেল শওকত আলী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডেন্ট সদস্য ডাঃ খালেদ শকত আলী।
কর্নেল শওকত আলী ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক হৃদয় শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার তানিয়া খালেদ আলী, বীর মুক্তিযোদ্ধা হাফিজ বেপারী, বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন (বোরহান সরদার) লড়িয়া পৌরসভা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদ সরদার প্রমুখ।