প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১০:০৪ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শালিখায় গাঁজা সেবনকালে( মাদকদ্রব্য) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ (১) ধারায় আজ বুধবার দুপুরে দুই মাদকসেবীর প্রত্যেক্যে ৫শ টাকা করে জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এসময় তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয় যা আগুনে পোড়ানো হয়। দন্ডপ্রাপ্তরা হলেন শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের রামপুর গ্রামের মুক্তার মোল্যার ছেলে জুনায়েদ মোল্যা (২২) ও একই গ্রামের জিন্নাত মোল্যার ছেলে আরিফুল ইসলাম(১৯)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের পেশকার যুধিষ্ঠি বিশ্বাস, শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এস আই) আজিমুজ্জামানসহ পুলিশের একদল চৌকস সদস্যবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু বলেন, শালিখা উপজেলাকে মাদকমুক্ত করতে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এ অভিযান যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।