প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১০:০৪ পিএম | অনলাইন সংস্করণ
বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, হত্যাকান্ড নৈরাজ্য ও অনৈতিক হরতালের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল শহরের বিশ্বরোড মোড়ে এই উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানী।
শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান প্রমুখ।
বক্তারা বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপি-জামায়াতের জন্ম হয়েছিলো এই দেশে একটি হত্যাকান্ডের মধ্য দিয়ে। তারা কখনো দেশের উন্নয়ন ও শান্তি চাইনি। তারা কথায় কথায় দেশকে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চাই। বিএনপি-জামায়াত শান্তি সমাবেশের নামে আগুন সন্ত্রাস তৈরী করেছে। মানুষ পুড়িয়ে মেরে ফেলছে। দায়িত্ব পালন কালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে। তার ছোট শিশু বাবা বাবা বলে আহাজারি করছে। এমন নির্মম হত্যাকান্ড মেনে নেওয়া যায় না।
বক্তারা আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ শান্তি প্রিয় মানুষ। কোন নৈরাজ্য সৃষ্টি করলে মানুষ হত্যা করলে দাঁতা ভাঙ্গা জবাব দেওয়া হবে।
আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানান বক্তারা।