কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন; সভাপতি নাসির, সম্পাদক শিমুল
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১০:০৪ পিএম | অনলাইন সংস্করণ
সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভায় আগামী ২ বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) বিকাল ৪টায় কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক জরুরী সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে দৈনিক ভোরের পাতা ও দি পিপলস টাইমের উপজেলা প্রতিনিধি এস. এম নাসির উদ্দীনকে সভাপতি।
দৈনিক আজকের সাতক্ষীরা ও দৈনিক সারাদেশ পত্রিকার উপজেলা ব্যুরো মোঃ শিমুল হোসেনকে সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল এবং দৈনিক টেলিগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি তাপস কুমার ঘোষকে সাংগঠনিক সম্পাদক করে মোট ১৩ সদস্যের কার্য নির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম (দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক সাতনদী), সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম দৈনিক ইনকিলাব কালিগঞ্জ প্রতিনিধি।সহ-সভাপতি ফরিদুল কবীর দৈনিক আজকের সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি। যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আতিকুর রহমান দৈনিক ঢাকা প্রতিদিন কালিগঞ্জ প্রতিনিধি।যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন (দৈনিক জনতার সময় ও দৈনিক তথ্য), কোষাধ্যক্ষ মোঃ ইলিয়াস হোসেন (দৈনিক মানবাধিকার প্রতিনিধি), দপ্তর সম্পাদক তারিকুশ সারাফাত ( দৈনিক সাতক্ষীরার সকাল), তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন (বি নিউজ ও সকালের খবর), নির্বাহী সদস্য যথাক্রমে বাবলা আহমেদ ও এম হাফিজুর রহমান শিমুল।