প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৯:৫৭ পিএম | অনলাইন সংস্করণ
দেশব্যাপী বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ঢাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে ময়মনসিংহে কোনো প্রভাব পড়েনি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল কম থাকলেও অভ্যন্তরীন সড়কে ইজিবাইক, নসিমন, মাহিলান,রিক্সাসহ ছোটখাট যান চলাচল করছে প্রতিদিনের মতো স্বাভাবিক।
নগরীর প্রধান প্রধান বেশ কয়েকটি বিপনীবিতান বন্ধ থাকলেও ছোট ছোট মার্কেট ও অলিগলির দোকানপাট খোলা রয়েছে। এদিকে সকাল পোনে ১০টার দিকে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
নগরীর পাটগুদাম স্মৃতি সৌধ থেকে মিছিলটি শুরু হয়ে রেলক্রসিংয়ে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এসময় জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে মিছিল শেষে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় কয়েকটি যানবাহনের গ্লাসও ভেঙে যায়। পুলিশ পাল্টা ধাওয়া করলে নেতাকর্মীরা পালিয়ে যায়। এ ছাড়া দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ময়মনসিংহের কোথাও অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীর গুরুত্বপূর্ণ প্রতিটি স্পটে পুলিশ সতর্কবস্থায় রয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কসহ নগরীর সর্বত্রই পুলিশ টহল দিচ্ছে।
ময়মনসিংহের জেলা পুলিশ সুপার এসপি মাছুম আহাম্মেদ ভুঞা জানান, অবরোধে স্বাভাবিক জীবনযাত্রা যাতে ব্যহত না নয়, পুলিশ সেদিকে দৃষ্টি রাখছে। কেও কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে প্রতিহত করা হবে।