বেলা সাড়ে ৩টার দিকে হাইকোর্ট মোড়ের কদম ফোয়ারার সামনে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কদমতলী থানার মুন্সিখোলায় একটি বাসে ভাঙচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এদিকে পুরান ঢাকার চানখাঁরপুলের চাঁন কমিউনিটি সেন্টারের সামনে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন—চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, পরিদর্শক (অপারেশন) আব্দুল হালিম ও উপপরিদর্শক (এসআই) শুভঙ্কর রায়।
গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল ও আশপাশের অঞ্চল ঘুরে দেখা যায়, গণপরিবহন চলাচল সীমিত রয়েছে। দূরপাল্লার বাস ও আন্তজেলার বাস চলাচলও ছিল সীমিত। ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামী ও বাড়ি ফেরা যাত্রীরা। তবে ট্রেন, লঞ্চ ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস চলাচল করেছে।
অবরোধের সমর্থনে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবী মিছিলে বাধা দেয় পুলিশ। দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে কয়েকশ আইনজীবী মিছিল নিয়ে সড়কে যাওয়ার চেষ্টা করে। তবে হাইকোর্টের মাজার গেটে সেটি আটকে দেয় পুলিশ।
অন্যদিকে চট্টগ্রামে ভোর সাড়ে ৬টার দিকে ইপিজেড এলাকার সল্টগোলা ক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুজন। এর আগে ভোর পৌনে ৪টার দিকে বায়েজিদ বালুচর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেওয়া হয়।