প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ১০:১৫ এএম আপডেট: ২৯.১০.২০২৩ ১০:১৯ এএম | অনলাইন সংস্করণ
জামায়াতে ইসলামীকে অনুমতি ছাড়াই সমাবেশ করায় তাদের সঙ্গে কোনো আপস হয়েছে কি না এমন এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, কখনোই না। আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছে প্রায় ১৪টি দল। সবাইকে কিন্তু আমরা অনুমতি দিয়েছি। আমরা আশা করেছিলাম সবাই শান্তিপূর্ণ অবস্থায় তাদের সমাবেশ করবে।
শনিবার (২৮ অক্টোবর) রাত ১০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়েও পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ডিএমপি কমিশনার বলেন, বিএনপি লিখিত দিয়েছে এবং আমরা শর্ত দিয়েছি। সেই শর্ত মেনে নিয়েই তারা সমাবেশ করতে এসেছে। অন্যান্য দলগুলোকেও আমরা চেষ্টা করেছি নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা সিসি ক্যামেরা বসিয়েছি, পুলিশি নিরাপত্তা রেখেছি। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি তাদের নিরাপত্তা দিতে, যাতে তাদের সমাবেশ সুন্দরভাবে করতে পারে।
কাকরাইলে পুলিশের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাকরাইল মসজিদের সামনে পুলিশের যেই নিরাপত্তা ব্যবস্থা ছিল আমরা দীর্ঘদিন ধরে সেখানে সেই রকমই ব্যবস্থা রাখি। এখানে অতিরিক্ত ব্যবস্থার প্রয়োজন ছিল না। যতটুকু প্রয়োজন ছিল আমরা ততটুকু রেখেছিলাম। পরে কিন্তু পুলিশের অনেক ফোর্স ছিল।
সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে করা প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিকরা আমাদের বন্ধু, সাংবাদিকরা জনগণের বন্ধু। এ ঘটনাটি যেহেতু ব্যস্ততার কারণে আমার নজরে এখনো আসেনি, যদি সেই ধরনের কোনো ব্যবস্থা হয়ে থাকে তাহলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।