প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ১১:০১ পিএম আপডেট: ২৭.১০.২০২৩ ১১:০৯ পিএম | অনলাইন সংস্করণ
শনিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিতব্য রিহ্যাবের এজিএম-২০২০ পরিচালনা বিষয়ে ২৬ অক্টোবর বৃহস্পতিবার ১ম সহকারী জজ আদালত, ঢাকা স্থিতাবস্থার আদেশ প্রদান করেছে।
বাদী সুরুজ সরদার কর্তৃক দাখিলীয় দরখাস্তের (১৫১) প্রেক্ষিতে দেওয়ানি মামলা নং ৪২৪/২০২৩ এর মূলে এ স্থিতাবস্থার আদেশ প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, ২৮ অক্টোবর (শনিবার) গুলশান-১ এ অবস্থিত বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে উক্ত এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে এবার ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এর আগে আদালত কর্তৃক নির্বাচন স্থগিত এবং নির্বাচনের পক্ষে-বিপক্ষে অভিযোগের কারণে সংগঠনটিতে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। তবে আবাসন ব্যবসায়ীরা বলছেন, চলমান বৈশ্বিক সঙ্কট এবং অর্থনৈতিক টানাপোড়নের কারণে এ খাত কঠিন সময় পার করছে। এ কারণে আবাসন খাত তথা রিহ্যাবে যোগ্য নেতৃত্ব