রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
পাহাড়ে ৫০ হাজার মোমের আলোয় প্রার্থনা
প্রতিনিধি, শেরপুর
প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৯:০৪ পিএম | অনলাইন সংস্করণ

প্রায় ৫০ হাজার ক্যাথলিকের মোমের আলোয় আলোকিত হলো গারো পাহাড়। তীর্থযাত্রায় অংশ নেয়া খ্রিষ্টভক্তরা তাদের নানা মানত পূরণ করতে ঈশ্বর জননী মা মারিয়ার প্রতি ভক্তি-শ্রদ্ধা জানান ও তাঁর অকৃপণ সাহায্য প্রার্থনা করেন। প্রতিবছর অক্টোবরের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার ক্যাথলিক খ্রিষ্টানদের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ উৎসব তীর্থযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা গারো পাহাড়ের বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্ম পল্লিতে দুই দিনব্যাপী ২৬তম বার্ষিক ফাতেমা রানীর তীর্থোৎসব অনুষ্ঠিত হয়। তীর্থোৎসবের মূল আকর্ষণ হচ্ছে মোমবাতি প্রজ্বালন করে আলোক শোভাযাত্রা। এ উৎসবে সারা দেশের খ্রিষ্টান সম্প্রদায়সহ অন্য ধর্মাবলম্বীরাও আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।

সিনোডাল মণ্ডলীতে মিলন, অংশগ্রহণ ও প্রেরণ কর্মে ‘ফাতেমা রানী মা মারিয়া’ এই মূল সুরে তীর্থোৎসবে যোগ দিয়েছেন প্রায় অর্ধলক্ষ দেশি-বিদেশি রোমান ক্যাথলিক খ্রিষ্টভক্ত। এ ছাড়া ছিল খ্রিষ্টযাগ, নিশি জাগরণ, জীবন্ত ক্রুশের পথ, মহাখ্রিষ্টযাগসহ নানা অনুষ্ঠান।

পবিত্র খ্রিষ্টযাগের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার বিকেল ৪টায় শুরু হয় তীর্থোৎসবের আনুষ্ঠানিকতা। পরে পবিত্র খ্রিষ্টযাগ শেষে রাত ৯টার দিকে আলোক শোভাযাত্রা, ১১টার দিকে আরাধ্য সাক্রান্তের আরাধনা, ১২টার দিকে নিরাময় অনুষ্ঠান ও নিশি জাগরণের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের ধর্মীয় আচার-অনুষ্ঠান।

শুক্রবার সকাল ৮টায় জীবন্ত ক্রুশের পথ ও সকাল ১০টায় মহাখ্রিষ্টযাগের মাধ্যমে তীর্থোৎসবের সমাপ্তি হয়। এবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মেঘালয় ও তুরা ধর্ম প্রদেশের পাল পুরোহিত ফাদার টমাস মানখিন।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, প্রতিবছর অক্টোবরের শেষ বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ তীর্থযাত্রা, ফাতেমা রানীর তীর্থোৎসব। ১৯৪২ সালে প্রায় ৪২ একর জমির ওপর প্রতিষ্ঠিত বারোমারী সাধু লিওর ধর্মপল্লিটি। ১৯৯৮ সাল থেকে বার্ষিক তীর্থস্থান হিসেবে বেছে নেয়া হয়। ময়মনসিংহ ধর্ম প্রদেশের প্রয়াত বিশপ ফ্রান্সিস এ গমেজ ১৯৯৮ সালে এ ধর্মপল্লিকে ‘ফাতেমা রানীর তীর্থস্থান’ হিসেবে ঘোষণা করেন। তখন থেকেই পালন করা হচ্ছে তীর্থোৎসব।

শুধু শেরপুর নয়, দেশ-বিদেশের প্রায় লক্ষাধিক পুণ্যার্থী অংশ নেন এই তীর্থযাত্রায়।

নেত্রকোনার বিরিশিরি থেকে তীর্থে যাওয়া রোবলা সাংমা বলেন, ‘আমরা বিশ্বাস করি মা ফাতেমা রানী এখানে জাগ্রত আছেন। এ জন্য আমরা দূরদূরান্ত থেকে আসি। উনাকে ভক্তি ও সম্মান করি। আমাদের মনের ইচ্ছা ও বাসনা মানত করি। সেগুলো পূরণ করেন তিনি।’

মন্দিরা বলেন, ‘মা এখন বেঁচে নেই। আমাদের মা আমাদের জন্য আসতেন। আমরা তিন বোনই আসছি আমাদের ছেলেমেয়েদের জন্য প্রার্থনা করতে। এখানে এলে মা মারিয়া সবার আশা পূরণ করেন, তাই আমরা অনেক দূর থেকে আসছি।’

শেরপুরের ব্র‍িজেট বলেন, ‘আমরা মা মারিয়ার কাছে নিজেদের পরিবার ও দেশের শান্তি কামনায় প্রার্থনা করি। যেন আমরা সবাই একত্রে ভালোভাবে শান্তিতে থাকতে পারি।’

পরীক্ষায় আশানুরূপ ফলাফলের জন্য তীর্থে প্রার্থনার জন্য যান শিক্ষার্থীরা। শিক্ষার্থী সুমন্ত বলে, ‘আমি মা-বাবার সঙ্গে এসেছি প্রার্থনার জন্য। যেন সামনের এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি।’

তীর্থোৎসব আয়োজকরা জানান সফলতার কথা। তীর্থোৎসব সমন্বয়কারী রেভারেন্ট ফাদার তরুণ বনোয়ারি বলেন, ‘এবারের তীর্থোৎসবে ধর্মীয় চেতনায় দেশি-বিদেশি হাজারও খ্রিষ্টভক্ত অংশগ্রহণ করেছিল। আমাদের এ আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি ছিল। সবার সহযোগিতায় সুন্দরভাবে সবকিছু সম্পন্ন হয়েছে। এ জন্য আমরা খুবই আনন্দিত।’

তীর্থোৎসবে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতকরণে কাজ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে এসপি মোনালিসা বেগম বলেন, ‘এ উৎসবে সতর্কতা ও শতভাগ পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেছে আমাদের টিম। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩০০ সদস্য নিয়োজিত ছিল। চার স্তরের নিরাপত্তা বিধানে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিল। এ ছাড়া পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়।’

ভোরেরপাতা/এফ 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]