প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৯:২৬ পিএম আপডেট: ২৬.১০.২০২৩ ৯:৩২ পিএম | অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় "হামুন" এর আঘাতে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত মাঝে যা যা দরকার তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালের দিকে কক্সবাজার শহরে ১নং ওয়ার্ড সমিতি পাড়া, নুনিয়াছড়া ও খুরুশকূল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এক সভায় একথা বলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি। এসময় কিছু ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। পরে ক্ষতিগ্রস্ত মানুষগুলো যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারে সে জন্য সহায়তা প্রদানে তালিকা তৈরি করতে জেলা প্রশাসকে নির্দেশ দেন মন্ত্রী।
এসময় কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৭০ ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৭৪৯ জন মানুষ। সম্পূর্ণ কত হয়েছে ৫১০৫টি কাঁচা ঘরবাড়ি। আংশিক ক্ষতি হয়েছে ৩২৭৮৯ টি বসতঘর।
জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড়ে ২৩ টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে। ৪৯৬টি স্থানে তার ছিড়ে গেছে।ফলে কুতুবদিয়া মহেশখালী ও কক্সবাজার শহরের সিংহভাগ এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি। তিনি আরও বলেন ইতিমধ্য নগদ অর্থ, জিআর চাল ও ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে।