প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৯:১৯ পিএম | অনলাইন সংস্করণ
“আত্মরক্ষার কৌশল শিখি, নিজেকে সুরক্ষিত রাখি” এ স্লোগান নিয়ে বরগুনার তালতলীতে স্কুলগামী কিশোরীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার ঝাড়াখালী এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গার্লস গেট ইকুয়্যাল প্রকল্পের সহযোগিতায়,একতা সমাজ কল্যাণ ক্লাব, বিকেএসপি যুব কল্যাণ ঐক্য পরিষদ ক্লাব ও নয়াভাইজোড়া আপনজন যুব সংঘ ক্লাব এর আয়োজনে (সাবেক) ইউপি চেয়ারম্যান নাসিরুদ্দিনের সভাপতিত্বে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির,অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন গার্লস গেট একু্য়্যাল প্রোজেক্ট আরডিএফ এর উপজেলা সমন্বয়কারী সাদিক বিন আনসারী এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝাড়াখালী এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.লতিফ গার্লস গেট ইক্যুয়াল প্রকল্পের সিএসও অফিসার জনাব মোঃ শাহিন গাজী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,কিশোরীদের আত্মরক্ষার কৌশল অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, নিজেদের অধিকার রক্ষা, নারীর প্রতি নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হতে সাহায্য করা, নিজেদের সিদ্ধান্ত গ্রহণে ও মতামত প্রদানের জন্য আত্মনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করছে রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)।
নিজেদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি, শারীরিক সুস্থ্যতা, অন্যর আক্রমন থেকে নিজেকে নিরাপদ রাখা, র্যৌন হয়রানি ও ইবটিজিং বন্ধে দেশের প্রশাসন কাজ করলেও নারী যেন নিজেই প্রয়োজনীয় মুহূর্তে আত্মরক্ষা করতে পারে সে জন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে। প্লানইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহয়তায় উপজেলায় ৩৬ জন স্কুলগামী কিশোরী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে।