অনন্য উদাহরণ গড়লেন ইঞ্জি. তুহিন খান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৬:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
ধর্ম যার যার, উৎসব সবার; বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মতবাদকে সামনে রেখে অনন্য এক উদাহরণ গড়লেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার তুহিন আহমেদ খান।
এবারের শারদীয় দূর্গোৎসবে নেত্রকোণার পূর্বধলায় নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন করতে নেয়া হয়েছিো ব্যতিক্রমী উদ্যোগ। উপজেলার ৬৮টি পূজা মণ্ডপে এবার আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গাপূজার। প্রতিটি মণ্ডপে নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১৩৬ জন মুসলমান স্বেচ্ছাসেবী। পূণ্যার্থীদের নিরাপত্তাসহ সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন স্বেচ্ছাসেবীরা। ব্যতিক্রমী এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।
নেত্রকোণার পূর্বধলায় দূর্গাপূজা মণ্ডপগুলোতে নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগের নেপথ্যে কারিগর হিসাবে কাজ করেছেন ইঞ্জিনিয়ার তুহিন আহমেদ খান।
এ প্রসঙ্গে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে সমুন্নত রাখতে ও তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতেই এবারের দূর্গা পূজায় বিএনপি জামায়াতের যেকোনো অপশক্তিকে রুখতেই এমন উদ্যোগ নিয়েছিলাম। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনীতি করি বলেই আমি এমনটা করেছি। ভবিষ্যতেও পূর্বধলায় সাম্প্রদায়িক যেকোনো শক্তিকে আমার নেতাকর্মীরা শক্ত হাতে প্রতিহত করবে, ইনশাআল্লাহ।