প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ১০:০১ পিএম | অনলাইন সংস্করণ
ডিবি পরিচয়ে সাধারণ মানুষকে জিম্মি করে অপহরণ ও চাঁদা আদায় করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। অবশেষে এক ইলেকট্রিক মিস্ত্রিকে ঘরের ভেতরে আটকিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার ঘটনায় ভূয়া ডিবি চক্রের তিন প্রতারককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৪ সিপিসি-২ সদস্যরা।
২৪ অক্টোবর রাতে আশুলিয়ার ডেন্ডাবরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, চক্রের মূল হোতা সিরাজগঞ্জের আমিনুল ইসলাম (৪৫), তার সহকারী ফরিদপুরের শামীম হোসেন (৪৫) এবং ঢাকার কাহিরুল ইসলাম খাইরুল (৪৫)।
র্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, ভূয়া ডিবি পুলিশ চক্র দির্ঘদিন ধরে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই, নরসিংদী, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে প্রতারক চক্র নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে এবং ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল। ২৪ সেপ্টেম্বর আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় একজন ইলেকট্রিক মিস্ত্রিকে ঘরের ভেতরে আটকিয়ে তাঁকে মারধোর করে চক্রটি। এরপর প্রাণ নাশের হুমকী দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
গত ২৪ অক্টোবর রাতে আশুলিয়ার ডেন্ডাবরে অভিযান চালিয়ে ভূয়া ডিবি চক্রের মূল হোতা আমিনুল ইসলামসহ তিনজনকে আটক করে র্যাব-৪ সদস্যরা।
রাকিব মাহমুদ খান আরো জানান, গ্রেফতারকৃতরা এলাকায় ছিনতাই, দস্যুতা, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে প্রতারনার কাজে ব্যবহার করা ৫টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।