প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৭:৪৩ পিএম আপডেট: ২৫.১০.২০২৩ ৮:০১ পিএম | অনলাইন সংস্করণ
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে জামায়াতে ইসলামীর ব্যানারে কোনো সমাবেশের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২৮ অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। দলটি সমাবেশের অনুমতি পাবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের দেশে অনেক দল, অনেক পথ, অনেক কিছু রয়েছে। জামায়াতে ইসলামী এর আগেও দুই-এক জায়গায় আলোচনা করেছে। দেশের নিয়মকানুন মেনে, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে যে কেউ যেকোনো কথা বলতে পারে, জামায়াত বলে কোনো কথা নেই। এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক চর্চা এখানে আছে। আমাদের কথা হলো যে আইনকানুন আছে, তার মধ্যে থেকে তাদের কথা বলতে হবে।
এখনোন কোনো দলকেই সমাবেশের অনুমতি দেয়া হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সমাবেশের যে অনুরোধ করেছে, কীভাবে করেছে, সেটা পুলিশ কমিশনার জানেন। ঢাকায় কোন জায়গায় করলে, এত লোক আনবেন বলে তারা ঘোষণা দিয়েছেন...তারা নাকি সারা বাংলাদেশ থেকে যারাই বিএনপি করে, তাদের নাকি নিয়ে আসবেন। কোনো সদস্যই নাকি বাদ থাকবে না, এ রকমই আমরা শুনছি।
সে রকমই যদি হয় এত লোক ঢাকায় আসলে অন্য ধরনের একটা পরিস্থিতি হতে পারে। সে জন্যই আমাদের (ডিএমপি) কমিশনার সাহেব তাদেরকে কোথায় সমাবেশটা করতে দেবেন, সেটা তিনি বুঝবেন, সেভাবেই তিনি সিদ্ধান্ত নেবেন।
জামায়াতকে সমাবেশের অনুমতির বিষয়ে মন্ত্রী বলেন, আমরা পারমিশন দিইনি। আমরা তাদের কোনো পারমিশন দিই না। জামায়াতে ইসলাম নিবন্ধিত দল নয় এখন পর্যন্ত। কাজেই তারা জামায়াতে ইসলামের ব্যানারে যদি আসে, তাহলে তাদের পারমিশন দেয়ার প্রশ্নই আসে না। কমিশনার সাহেব এখন পর্যন্ত কাউকেই সমাবেশের অনুমোদন দেননি।