আজ দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন সাকিব। এরপর ইনডোরে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন তিনি। বেশ অনেকক্ষণ তার সঙ্গে ভুলত্রুটি কাজ করেন বলে জানা গেছে।
জানা গেছে, আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। পরদিনই কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবেন তিনি।
চলমান বিশ্বকাপে চেনা ছন্দে নেই সাকিব আল হাসান। এখন পর্যন্ত চার ম্যাচে ১৪ গড়ে ৫৬ রান করেছেন তিনি। একটি ম্যাচে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন।
বল হাতে অবশ্য বেশ ইকোনোমিকাল সাকিব। চার ম্যাচে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি টাইগার দলপতি।