প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৯:০৪ পিএম | অনলাইন সংস্করণ
ছোট ছোট ভিডিও তৈরি ও আদান-প্রদানের সুযোগ দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেলেও ধীরে ধীরে ভিডিও প্রকাশের সময় বাড়াচ্ছে টিকটক। এবার ১৫ মিনিটের ভিডিও আপলোডের সুবিধা দেবে টিকটক। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করছে এই কোম্পানি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে টিকটক জানিয়েছে, বর্তমানে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। পরীক্ষায় অংশ নেওয়া ব্যবহারকারীরা বর্তমানে ১০ মিনিটের পরিবর্তে ১৫ মিনিট দৈর্ঘ্যের ভিডিও প্রকাশের সুযোগ পাচ্ছেন। নতুন এ সুবিধা চালু হলে টিকটক অ্যাপের পাশাপাশি ওয়েব সংস্করণ ব্যবহারকারীরাও বড় আকারের ভিডিও প্রকাশ করতে পারবেন।
২০১৬ সালে আকারে ছোট ভিডিও প্রকাশের সুযোগ দিয়ে যাত্রা শুরু করে টিকটক। শুরুতে ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও প্রকাশ করা গেলেও ধীরে ধীরে প্রকাশের সময় বাড়িয়েছে প্ল্যাটফর্মটি। গত বছরের ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ১০ মিনিটের ভিডিও প্রকাশের সুযোগ চালু করে তারা। নিয়মিত ভিডিও প্রকাশের সময় বাড়ানোর ফলে ধীরে ধীরে ইউটিউবের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে টিকটক।