প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৭:৪২ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি বিএম মোজাম্মেল হক বলেছেন, আওয়ামীলীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবতার পক্ষে কথা বলেছেন। ফিলিস্তিনে ইসরায়েল যখন গণহত্যা চালাচ্ছে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যেখানে গণহত্যা হবে, অত্যাচার-নির্যাতন হবে আমরা তার বিরুদ্ধে। শেখ হাসিনা এই গণহত্যার নিন্দা জানিয়েছেন এবং শোক দিবস পালন করেছেন। কিন্তু সাম্রাজ্যবাদের দোসর বিএনপি এই গণহত্যার নিন্দা না জানিয়ে মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় শরীয়তপুর সদরের বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে বিএম মোজাম্মেল হক এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ, তারপর ধর্ম। কার কি ধর্ম সেটা বড় কথা নয়, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমি মুসলিম, আমি আমার ধর্ম পালন করবো। আর যে সনাতন ধর্মাবলম্বী সে তার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে। এটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। কিন্তু বিএনপি-জামায়াত এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মুন্সী, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভিপি মোঃ নুরুল আমিন কোতোয়াল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রতন, দপ্তর সম্পাদক ফেরদৌস খান, উপদপ্তর সম্পাদক মাস্টার সেলিম আকন, জেলা আওয়ামী লীগের সদস্য ও চিতলীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সদস্য সুলতান মুন্সী, রুদ্রকর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী, এ্যাডভোকেট কামাল হামিদী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাইজুল ইসলাম মুন্সী, জেলা পরিষদের সদস্য নেছার মাদবর, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আবুল খায়ের ফকির, বিকেনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড়, সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মাদবর, জেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়াল, জেলা যুবলীগ নেতা এ্যাডভোকেট মেহেদী হামিদী শহর আলী ফকির প্রমুখ। এ সময় বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।