প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৬:০২ পিএম | অনলাইন সংস্করণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কি দুঃসাহস, মির্জা ফখরুল (বিএনপি মহাসচিব) আমাদের বলেন, ‘আর মাত্র কয়টা দিন’। অক্টোবর মাস, তারপর শেষ? আরও কতো অক্টোবর আসবে-যাবে, তখন দেখা যাবে কারা ক্ষমতায় থাকে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, আওয়ামী লীগ অশান্তি সৃষ্টি করলে বিএনপি দাঁড়াতে পারতো না। বিএনপি আবারও ভুল পথে হাঁটছে। দিনক্ষণ তারিখ দিয়ে আন্দোলন হয় না। দিনক্ষণ দিয়ে আন্দোলনের ডাক দিলে সেই আন্দোলন খাদে গিয়ে পড়ে।
তিনি বলেন, আজকের বর্ধিত সভার গুরুত্ব ও তাৎপর্য অনেক। আন্দোলন সংগ্রাম করে এই পার্টি একাধারে ১৫ বছর ক্ষমতায়। খালেদা জিয়া একসময় বলেছিলেন আওয়ামী লীগ একশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। এখন আমরা ক্ষমতায় আছি। সংগ্রাম আন্দোলন করে আমরা এতদূর পথ এসেছি। বন্দুকের নল যাদের ক্ষমতার উৎস, তারা আমাদের ক্ষমতার ভয় দেখান। বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করার জন্য লড়াই করছে।
তিনি বলেন, খালেদা জিয়ার ছেলে মারা যাওয়ার সময় শেখ হাসিনা শোক জানাতে গিয়েছিল, কিন্তু কর্ণপাত করেনি। একুশে নভেম্বর শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। সেই দলের সঙ্গে কীভাবে সমঝোতা করি? আওয়ামী লীগের আমলে কি বিএনপির কোনো নেতাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে?