প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ২:২৩ পিএম | অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় হামুনের কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে। প্রবল বেগে ধেয়ে আসছে বাংলাদেশের উপকূলের দিকে। ধারণা করা হচ্ছে, বুধবার (২৫ অক্টোবর) ঘূর্ণিঝড়টি দেশের স্থলভাগে আঘাত হানতে পারে। এ পরিস্থিতিতে হামুনের গতিপথ পর্যবেক্ষণে রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে বুধবার সকাল থেকে ভোলা হয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী নোয়াখলী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ৭ নম্বর বিপদ সংকত দেখিয়ে যেতে বলা হয়েছে। এসব অঞ্চলেই বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড়টি ১৮ থেকে ২০ কিলোমিটার গতিতে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। উপকূলীয় এলাকায় ৩ থেকে ৫ ফুটের বেশি জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট মেঘমালার অগ্রভাগ এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবেশ করেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে।