প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৭:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
সোমবার (২৩ অক্টোবর) ডিআর টাওয়ার, বক্স কার্লবাট রোড, পুরান পল্টনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোঃ আসাদুজ্জামান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রধান উপদেষ্টা, বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির সম্মানিত কার্যনির্বাহী সদস্যরা।
বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের ইতিহাসে প্রথমবারের মতো সুদূর লাতিন ও সাউথ আমেরিকায় পারি জমাবেন বাংলাদেশের পেশাদার বক্সিংয়ে এক নাম্বার পাউন্ড ফর পাউন্ড কিং বক্সার আব্দুল মুতাল্লিব (কিং কং)। তিনি তার আগামী খেলা সম্পর্কে জানান, "আমি পেশাদার বক্সিংয়ের মাধ্যমে দেশের পতাকা পুরো পৃথিবীর সামনে উঁচু করবো, দেশের জন্য বিজয় ছিনিয়ে আনবো।"
তিনি তার এই অর্জনে তার পাশে থাকার জন্য সহৃদয় ধন্যবাদ জানান বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন সেক্রেটারি জেনারেল মোঃ আসাদুজ্জামানকে এবং সর্বশেষ তিনি দেশবাসির কাছে দোয়া চান।
এসময় অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোঃ আসাদুজ্জামান বক্সার আব্দুল মত্তালিবকে সুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনারা কিছু দিন যাবত কিছু গুঞ্জন শুনে আসছেন যে মাইক টাইসন বাংলাদেশ এ আসবে এবং আমি অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি এই যে, আমরা সরাসরি মাইক টাইসনের সাথে যোগাযোগ করতে পেরেছি এবং আমি আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমেরিকা গিয়ে তার সাথে একটি চুক্তিতে আসতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। যেহেতু মুহাম্মাদ আলীর বাংলাদেশ সফর দেশের মানুষ এখনও মনে রেখেছে, তাই আমরা এই ঐতিহাসিক আসরটির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে চাই এবং মাইক টাইসনের মত গ্রেটদের দিয়ে দেশের খেলাধুলা এবং দেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। আমার বাংলাদেশের সকল কোম্পানি এবং দেশের শুভাকাঙ্ক্ষীদের কাছে আবেদন করতে চাই, তারা যদি আমাদের এই আয়োজনের সাথে পৃষ্টপোষক হিসেবে থেকে আমাদের সাহায্য করেন তাহলে আমরা আগামী মার্চ-এপ্রিল এ দেশের জন্য এক নতুন ইতিহাস তৈরি করবো ইনশাআল্লাহ্। এই আসরটি বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের জন্য একটি মাইলফলক। আশা করা যায়, এই আসরের মাধ্যমে বাংলাদেশের পেশাদার বক্সিং আরও উন্নতি লাভ করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সফলতা বয়ে আনবে।”