যতই হুমকি আসুক, মৃত্যুর আগ পর্যন্ত শেখ হাসিনার কথা বলে যাব: ডা. খালেদ
প্রকাশ: রোববার, ২২ অক্টোবর, ২০২৩, ৯:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. খালেদ শওকত আলী বলেছেন, আমরা শেখ হাসিনার কথা বলতে এসেছি, আমরা শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে এসেছি। আমরা কারো বিরুদ্ধে বলতে আসিনি বা কারো বিরুদ্ধে বদনাম বলিও না। তারপরেও কেন এত ভয়, কেন লোকদের আসতে বাধা দেওয়া হয়, কেন এতো হুমকি। যতই হুমকি আসুক না কেন মৃত্যুর আগ পর্যন্ত শেখ হাসিনার কথা বলে যাব।
শনিবার (২১ অক্টোবর) নড়িয়া উপজেলার পদ্মার দুর্গম চর নওপাড়া ও চরআত্রা ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে ডা.খালেদ শওকত আলী গনসংযোগ কালে সন্ধ্যায় উঠান বৈঠকে এ কথা বলেন। তিনি আরও বলেন শেখ হাসিনা ক্ষমতা আছে বলেই জানুয়ারীর ১ তারিখে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়া হয়। মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গৃহীনদের বাসস্থানের ব্যবস্থা এই সবই তো হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে। আজকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ক্ষমতা আছে বলেই আমরা পদ্মা সেতু পেয়েছি মেট্রোরেল পেয়েছি ঘরে ঘরে বিদ্যুৎ পেয়েছি একটি উন্নত বাংলাদেশ পেয়েছি। তাই পঞ্চম বারের মত আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজগর চুন্নু, নড়িয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএম মনির হোসেন, তোতা রাড়ি, কাউসার বিপারী, নড়িয়া পৌরসভা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাওলাদার, নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ কামাল মৃধা, চরাত্রা ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির মুন্সি, সাধারণ সম্পাদক মো: খালেদ সরকার, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাজেদ গালিব মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক নাইম বেপারি,বাচ্চু মালত, তারা সরকার প্রমুখ।