প্রকাশ: রোববার, ২২ অক্টোবর, ২০২৩, ৯:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
বরগুনায় এক ঘণ্টার জন্য প্রতীকী জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন তাইয়েবা ইসলাম অরনী।
রোববার(২২ অক্টোবর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত তার ওপর এই প্রতীকী দায়িত্বভার হস্তান্তর করেন বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।
অরনী সিবিডিপি নামের একটি বেসরকারি সংগঠনের পরিচালিত ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের বরগুনা সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।
বরগুনা জেলাকে সকল শিশুর জন্য সুরক্ষিত রাখা, বাল্যবিয়ে প্রতিরোধে শিশু, যুব, স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ সকল পর্যায়ের মানুষের সহযোগিতায় আন্তরিক সহযোগিতা করা, শিশুদের বিকাশে জেলা শহরসহ সকল উপজেলায় শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা, ইভটিজিং প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা, কন্যাশিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পথসমূহ সুরক্ষিত ও নিরাপদ রাখা এবং বরগুনায় নিরাপদ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন প্রতীকী জেলা প্রশাসক তাইয়েবা ইসলাম অরনী এবং বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।
এ সময় বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদ, বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাফর হোসেন, লোকবেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, জেলা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ্ উপস্থিত ছিলেন।