প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৯:২৮ পিএম | অনলাইন সংস্করণ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বাংলাদেশের জন্য জননেত্রী শেখ হাসিনা সরকার অপরিহার্য। এই সরকার ১৫ বছরে যে উন্নয়ন করেছে তা বিগত কোনো সরকার ৪০ বছরে ও করতে পারেনি। প্রতিবন্ধী সুরক্ষা আইন সরকার করে দিয়েছে। বাসে প্রতিবন্ধী সংরক্ষণ আসন করে দিয়েছেন, চাকুরিতে সুযোগ সুবিধা দিয়েছেন। পর্যাপ্ত ভাতা দিয়েছেন।
পলক এমপি বলেন, প্রতিবন্ধীরা সমাজের সম্পদ, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। কাউকে দোষারোপ করা যাবে না। এর জন্য বাবা কিংবা মায়ের দোষ দেয়া যাবে না। কেউ লোক দেখানো সেবা করে কেউ অন্তর থেকে সেবা করে। বঙ্গবন্ধু কন্যা দুঃখী মানুষকে অন্তর থেকে ভালোবাসেন। মাননীয় প্রধানমন্ত্রীর সারাদেশে অটিজম নিয়ে কাজ করছেন। বঙ্গবন্ধু কন্যা দেশের আনাচে কানাচে ঘুরে বেড়িয়েছেন। মানুষের খোঁজ খবর নিয়েছেন, এখনও প্রতিনিয়ত নেন। জনকল্যাণমুখী কাজ নিয়ে বিশ্বের মডেল প্রধানমন্ত্রী। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক সকল চাহিদা পুরন করে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, ২১ বার জননেত্রী শেখ হাসিনার উপর হামলা হয়েছে কিন্তু তিনি দেশ ও মানুষের সেবা থেকে পিছপা হননি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কাজ করে যাচ্ছেন। ২০০১ সালে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। আগামী তে সামাজিক বেষ্টনীর উপর তাদের কুনজর পড়তে পারে। এজন্য আমাদের জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতি আস্থা রেখে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে কাজ করতে হবে। তিনি শনিবার সকাল ১০ টায় উপজেলা কোর্ট চত্বরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাভোগী তাজপুর ইউনিয়নের ৪০৩৩ জনের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন,, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ। পরে প্রতিমন্ত্রী শেরকোল ইউনিয়ন ও লালোর ইউনিয়নের ১০ হাজার উপকারভোগীর সাথে মতবিনিময় করেন।