বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
জনবল সংকটে ধুঁকছে আত্রাই উপজেলা মৎস্য অফিস
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৯:২৫ পিএম | অনলাইন সংস্করণ

উত্তর জনপদের মৎস্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলা মৎস্য অফিসে জনবল সংকটের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। দপ্তরে ৬ জনের মঞ্জুরিকৃত পদ থাকলেও সেখানে রয়েছেন মাত্র দুইজন। ফলে উপজেলার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা সেবা থেকে বি ত হচ্ছেন।

উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে, এই উপজেলায় বেসরকারি পুকুর রয়েছে ৩ হাজার ৪১৪টি, সরকারি খাস পুকুর রয়েছে ২৬২টি। এ ছাড়া নদী ৪টি, বিল ২৫টি, খাল ৫টি ও অভয়াশ্রম রয়েছে ৭টি। এসব পুকুর নদী-নালা খাল-বিল থেকে মৎস্যজীবী এবং চাষিদের মাছ বিক্রির জন্য মৎস্য আড়ৎ রয়েছে ৩০টি।

মাছের রেণু পোনা উৎপাদনে বেসরকারি মৎস্য হ্যাচারি রয়েছে ২টি। নদী-নালা, খাল-বিল থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করছেন ১ হাজার ৭৫৫ জন মৎস্যজীবী এবং মাছ চাষ ও উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িয়ে আছেন ১ হাজার ৭২০ জন মৎস্যচাষি। গত অর্থ বছরে এই উপজেলায় মাছ উৎপাদন হয়েছে ১০ হাজার ৯৮৮ মেট্রিকটন।

দপ্তরের সূত্র বলছে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং অফিস সহায়ক দিয়ে চলছে অফিসের কার্যক্রম।

উপজেলার ভবানীপুর গ্রামের মাছ চাষি মো. শাকিল বলেন, “উত্তরা লের মধ্যে মাছের ভান্ডরখ্যাত আমাদের আত্রাই উপজেলা। এই উপজেলার নদী-নালা, খাল-বিল এবং পুকুরের চাষকৃত মাছ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়ে থাকে। অথচ অফিসে লোকবল না থাকায় মাছ চাষ থেকে শুরু করে অন্যান্য সংশ্লিষ্ট কোনো পরামর্শ বা সহযোগিতা সময় মতো পেতে হিমশিম খেতে হয়।”

বান্দাইখাড়া গ্রামের আলম বলেন, “আমার পুকুরে চাষকৃত মাছের সমস্যা হওয়ায় পরামর্শ নিতে গিয়েছিলাম। কিন্তু অফিসে গিয়ে কাউকে পাইনি। অনেক সময় দপ্তরে গেলে ভাগ্যক্রমে সিনিয়র মৎস্য কর্মকর্তাকে পাওয়া যায়। তাছাড়া অধিকাংশ সময় কর্মকর্তা বাইরে থাকায় অফিসে তালা ঝুলে থাকে। এ ছাড়া বেকায়দায় পরে অনেক সময় অফিস সহায়কের পরামর্শ নিতে হয় “

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ বলেন, “এই অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। তবে আশা করছি খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে।”

এ বিষয়ে নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান বলেন, “জনবল সংকট নিরসনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। হয়তো অল্প সময়ের মধ্যেই এ সংকটের সমাধান হবে।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]