প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৮৪টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাৎসব। শুক্রবার সন্ধ্যায় পরই মন্ডপগুলো ষষ্ঠি পূজার আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে হিন্দু (সনাতন) ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুরু হবে। আগামী মঙ্গলবার বিজয়া দর্শমীর মধ্যে দিয়ে (৫ দিনব্যাপী) শারদীয় দুর্গাৎসবের সমাপ্তি হবে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নে ১০টি, পাটাভোগ ১টি, ভাগ্যকুল ৯টি, হাঁসাড়া ১৩টি, বাড়ৈখালী ১৩টি, বীরতারা ৮টি, বাঘড়া ৪টি, রাঢ়িখাল ৬টি, কোলাপাড়া ৪টি, শ্যামসিদ্ধি ২টি, ষোলঘর ৪টি, আটপাড়া ১টি, তন্তর ৩টি ও কুকুটিয়া ইউনিয়নে ৬টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাৎসব হতে যাচ্ছে। এর মধ্যে ৭৫টি পূজা মন্ডপ স্থায়ী এবং ৯টি পূজা মন্ডপকে অস্থায়ীভাবে ধরা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা যায়, পূজা মন্ডপগুলোতে প্রতীমা স্থাপনের পাশাপাশি গেইট-তোরণ নির্মাণ ও পূজা মন্ডপ চত্বরে করা হচ্ছে ব্যাপক আলোকসজ্জা।
শারদীয় দুর্গাৎসবকে ঘিরে সনাতন ধর্মালম্বীদের মাঝে আনন্দ-উৎসবের বন্যা বইছে। শ্রীনগর উপজেলা পূজা উদযাপন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধীর দত্ত বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর পরই মন্ডপে ষষ্ঠি পূজার মধ্যে দিয়ে শারদীয় দুর্গাৎসব শুরু হবে। ৫ দিনব্যাপী শারদীয় দুর্গা পূজা চলমান থাকবে। প্রত্যেক পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার কাজে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থাকবেন।
পূজা মন্ডপগুলোতে শত ভাগ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা মন্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।