প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯:১২ পিএম | অনলাইন সংস্করণ
আসন্ন শারদীয় দুর্গাপুজা, জেলাব্যাপী উৎসব মুখর পরিবেশ ও নির্বিঘ্নে পূজা উৎযাপন করার লক্ষ্যে কক্সবাজারের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন র্যাব ১৫ এর চৌকস একটি টিম।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে কক্সবাজার শহরের বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে সার্বিক পরিস্থিতির পর্যবেক্ষণ করেন।
পূজা মন্ডপ পরিদর্শন কালে কক্সবাজার র্যাব ১৫ এর সিইও সাজ্জাত হোসেন সাংবাদিকদের বলেন, "কোন সাম্প্রদায়িক গোষ্ঠী পূজাকে কেন্দ্র করে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাই কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সকল পূজা মন্ডব নজরদারি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া এই দুর্গাপূজা উৎসবে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে হাত পা গুঁড়িয়ে দেওয়া হবে"।