প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি পূর্বনির্ধারিতই ছিল। সন্ধ্যা সাড়ে ৬টায় এই সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে গণভবনে পৌঁছাতেই পারেননি ব্রাজিলিয়ান কিংবদন্তি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হোটেল রেডিসন থেকে গণভবনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
সাক্ষাৎকার অনুষ্ঠানে শেখ হাসিনা রোনালদিনহো বাংলাদেশে আসায় আনন্দ প্রকাশ করেন।
তিনি বলেন, 'আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।'
বিশ্বকাপজয়ী ফুটবলারের আগমন দেশের ফুটবলে প্রাণের সঞ্চার করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোনালদিনহোও বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদান, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও নারী ফুটবলে অবদান সম্পর্কে অবগত আছেন বলে জানান। তিনি এ জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও।
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে হাজির হন রোনালদিনহো। হোটেল রেডিসনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রোনালদিনহো। সেখান থেকে সরাসরি বিশ্রামের জন্য রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসনে আসেন তিনি।