শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কমাতে গিয়ে উল্টো বাড়ল মোবাইল ইন্টারনেটের দাম
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৯:৪৪ পিএম | অনলাইন সংস্করণ

অপারেটরদের অসন্তুষ্টির মধ্যেই গত শনিবার রাত ১২টা থেকে ইন্টারনেট গ্রাহকদের জন্য তিন দিন ও ১৫ দিনের ডেটা প্যাকেজ বন্ধ করা হয়েছে। এর মধ্যে তিন দিনের প্যাকেজ ব্যবহার করত প্রায় ৭০ শতাংশ গ্রাহক। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছিল, তিন দিন মেয়াদে গ্রাহকরা যে পরিমাণ ডেটা পেত, সে পরিমাণ ডেটা একই দামে কিনে সাত দিন ব্যবহার করতে পারবে। কিন্তু তা হয়নি। মোবাইল অপারেটররা এর দাম দেড়গুণ বাড়িয়ে দিয়েছে।

৩ ও ১৫ দিন মেয়াদী মোবাইল ইন্টারনেট প্যাকেজ বন্ধ হওয়ার পর ব্যয় বেড়েছে মোবাইল ইন্টারনেটের। এমন দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন গ্রাহকরা। তারা বলছেন, ৩ দিন মেয়াদী ১ জিবি ডেটা আগে ৪২ টাকায় পাওয়া গেলেও এখন এর দাম ৬৮ টাকা। আর অপারেটররা বলছেন, মেয়াদ বাড়ায় সমন্বয় করা হয়েছে দাম।

এর আগে, গত রোববার বন্ধ করে দেওয়া হয় ৩ দিন ও ১৫ দিন মেয়াদী মোবাইল ইন্টারনেট প্যাকেজ। একই সঙ্গে মোবাইল অপারেটরদের ৯৫টি ইন্টারনেটের প্যাকেজ কমিয়ে ৪০টিতে নিয়ে আসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

সিদ্ধান্ত কার্যকরের পরই দাম বাড়তে শুরু করে মোবাইল ইন্টারনেট প্যাকেজের। মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন জানায়, ৩ দিন মেয়াদী ১ জিবি ইন্টারনেটের দাম ছিল গ্রামীণফোনে ৪৬, রবির ৪৮ ও বাংলালিংকের ৪২ টাকা। বর্তমানে তা পেতে গ্রামীণফোনে ৬৯, রবি ও বাংলালিংকে ৬৮ টাকা খরচ করতে হচ্ছে। ইন্টারনেটের প্যাকেজের দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা।

অপারেটররা জানান, ৩ দিনের পরিবর্তে মেয়াদ ৭ দিন করায় ৪০টি প্যাকেজেই ডেটা প্যাকেজের দাম সমন্বয় করা হয়েছে।

বেসরকারি অপারেটর রবির চিফ করপোরেট ও রেগুলেটরি অফিসার সাহেদুল আলম বলেন, ‘৩ দিনের যে প্যাকেজগুলো ছিল, সেগুলোকে আমি ৭ দিনে নিয়ে গিয়েছি। সেখানে আমার ভলিউম ও মেয়াদ অ্যাডজাস্ট করার জন্য আমার প্রাইজ হাইকিংটা থাকে। হয়ত বা কাস্টমারের কাছে মনে হতে পারে যে প্রাইজটা বেড়েছে।’

মোবাইল ইন্টারনেট প্যাকেজের দাম নির্ধারণে গণশুনানির পরামর্শ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের। ইন্টারনেটের দাম কমাতে আদালতের দ্বারস্ত হওয়ার কথাও জানান তারা।

সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘যেখানে কমিশন ও মন্ত্রী বলেছিলেন যে, গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্যই এটা করা হয়েছে। কিন্তু আমাদের উল্টো পরিস্থিতিতে পড়তে হলো। কমিশন দ্রুত এটা সমাধান করার জন্য বসে এবং অপারেটরদের কাছ থেকে প্রয়োজনে প্রস্তাব নিয়ে একটা গণশুনানি হোক।’

মোবাইল ইন্টারনেটের এই বাড়তি দাম স্মার্ট বাংলাদেশ গড়ার পথে বাধা বলেও মনে করে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]