শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিএনপির সিরিজ বৈঠক শেষে যেসব ঘোষণা আসছে!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ১:৫২ এএম আপডেট: ১৭.১০.২০২৩ ১:৫৪ এএম | অনলাইন সংস্করণ

সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঠিক করতে সরকারবিরোধী আন্দোলনে থাকা দল ও জোটগুলোর সঙ্গে ইতিমধ্যে বৈঠক শুরু করেছে বিএনপি। এই মাসের শেষের দিকেই আন্দোলন কর্মসূচির সূচনা হতে পারে। এ বিষয়ে সোমবার বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকেও বিস্তারিত আলোচনা হয়েছে। বুধবার ঢাকায় বিএনপি’র সমাবেশ থেকেই পরবর্তী ধাপের কর্মসূচির ঘোষণা আসতে পারে। দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি সময় বেঁধে দেয়া হতে পারে এই সমাবেশ থেকে। দলীয়ভাবে এসব আলোচনা থাকলেও গতকাল পর্যন্ত কর্মসূচির বিষয়ে চূড়ান্ত কোনো আভাস মিলেনি। এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখছেন শীর্ষ নেতারা। যদিও গতকাল নয়া পল্টনে যুব সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত আন্দোলনে যাচ্ছেন তারা। দলীয় সূত্র জানায়, পরবর্তী ধাপের আন্দোলন কর্মসূচি বুধবারের সমাবেশ থেকেই ঘোষণা দেয়া হতে পারে।

সামনের কয়েক দিনের কর্মসূচি কী হবে তা নিয়ে গতকাল নেতারা আলোচনা করেছেন। আজ বা আগামীকাল সকালের মধ্যে তা চূড়ান্ত হবে। সূত্রের দাবি এবার আর কয়েকদিনের কর্মসূচি একদিনে ঘোষণা দেয়া নাও হতে পারে। 

দলীয় সূত্র জানায়, ঢাকাকেন্দ্রিক কর্মসূচিই দেয়া হবে সামনে।  ঘেরাও, অবস্থানের মতো কর্মসূচি নিয়ে আলোচনা  হয়েছে। তবে কেমন কর্মসূচি আসবে তা পরিস্থিতির উপর নির্ভর করবে। সম্ভাব্য কর্মসূচিগুলোর বিষয়ে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লিয়াজোঁ কমিটির সদস্যরা। 

সরকার পতনে একদফা দাবির কর্মসূচি নির্ধারণের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গত বুধবার ১২ দলীয় জোট, লেবার পার্টি এবং জাতীয়তাবাদী সমমনা জোট এবং রোববার এনডিএম, গণঅধিকার পরিষদ (ড. রেজা কিবরিয়া), গণঅধিকার পরিষদ (নুরুল হক নুর) এবং গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান ও লিয়াজোঁ কমিটির সদস্যরা।

বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকাকেন্দ্রিক কর্মসূচি দেয়ার কথা ভাবছে বিএনপি ও সমমনা দলগুলো। এসব কর্মসূচি পালন করতে গেলে সরকার শক্তি প্রয়োগ করলে বিরোধীরা কি অবস্থান নেবে তা নিয়েও আলোচনা হয়েছে। এজন্য নেতাকর্মীদের  তেমন নির্দেশনাও দেয়া হয়েছে। আর ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি’র সঙ্গে সমমনা দলগুলোকে সম্পৃক্ত করার কথাও ভাবা হচ্ছে। 

বৈঠকের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র একজন শীর্ষ নেতা বলেন, বৈঠকগুলোতে ঢাকাকেন্দ্রিক অবস্থান এবং ঘেরাও কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের প্রস্তাবনাগুলো বিএনপি’র স্থায়ী কমিটিতে পেশ করা হবে। এরপরে স্থায়ী কমিটির সদস্যরা আলোচনা করে চূড়ান্ত কর্মসূচি নির্ধারণ করবেন।

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও লিয়াজোঁ কমিটির সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, একদফা আন্দোলন বাস্তবায়নে এই বৈঠকগুলো হচ্ছে। আমাদের একই লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা একই দাবিতে একসঙ্গে আন্দোলনও করছি। এই আন্দোলনকে রাজপথে আরও কীভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করছি।

বৈঠক সূত্রে আরও জানা গেছে, বৈঠকে সমমনা দল ও জোটগুলোকে সতর্ক করে দিয়েছে বিএনপি। এই আন্দোলনের শরিক দলগুলোকে সততার সঙ্গে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে। সূত্র আরও জানায়, বৈঠকে নেতারা বলেন, সরকার পতনে একদফা আন্দোলনে সমমনা দল ও জোটগুলো বদ্ধপরিকর। তারা সবাই বিএনপি’র সঙ্গে রাজপথের আন্দোলনে আছে এবং থাকবে। যতদূর সামর্থ্য আছে চেষ্টা চালিয়ে যাবে। 

নামপ্রকাশে অনিচ্ছুক যুগপৎ আন্দোলনে থাকা একটি দলের এক শীর্ষ নেতা বলেন, বৈঠকে বিএনপি’র শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার ও ক্ষমতাসীনদের পক্ষ থেকে অনেক প্রস্তাব আসবে। কিন্তু কেউ লোভ-লালসায় পড়ে টোপ গিলবেন না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

কল্যাণ পার্টির চেয়ারম্যান  মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, বৈঠকে আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে। জবাবে জোট নেতারা বলেছেন, আমরা সবাই সম্মিলিতভাবে আন্দোলন করবো।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান  বলেন, সমমনা দল ও জোটগুলোকে যুগপৎ আন্দোলনে সবাইকে শক্তিশালী ভূমিকা রাখতে বলা হয়েছে। আর বলা হয়েছে যে, এই আন্দোলনে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করবো। 

গত বছরের ১০ই ডিসেম্বর থেকে সরকার পতনের রূপরেখা ঘোষণা করে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টি, এনডিএমসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। এরপর থেকে যুগপৎ ধারায় আন্দোলন করে আসছে তারা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]