প্রকাশ: রোববার, ১৫ অক্টোবর, ২০২৩, ৯:১০ পিএম | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের বৈচারপাড়ে মাত্র ১ কিলোমিটার নাজুক রাস্তার কারনে চরম দুর্ভোগে পরেছে এলাকাবাসী। বেহাল রাস্তায় নানামূখী চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ইউনিয়নটির ৩নং ওয়ার্ডের কাজী বাড়ি জামে মসজিদ থেকে বৈচারপাড় গ্রামের আহাম্মদ আলী মাদবরের বাড়ি পর্যন্ত ইট সলিং সড়কটি সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ে। এতে ওই এলাকার প্রায় ১০ হাজার মানুষ যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ভাঙ্গাচূরা গ্রামীন রাস্তার বেশীরভাগ অংশে ইট উঠে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। খানাখন্দে ভরা রাস্তার বেশ কয়েক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া বৃষ্টির ঢলে রাস্তার কাজী বাড়ির সামনে প্রায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। আকাবাঁকা-উঁচু নিচু ঢেউ খেলানো রাস্তার এই পরিস্থিতিতে কোন প্রকার যানবাহন চলাচল সম্ভব হচ্ছেনা। বাধ্য হয়েই এলাকাবাসী মোটরসাইকেল ও রিক্সায় করে রাস্তায় চলাচল করছেন। এতে মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছে। বৈচারপাড় শাখা রাস্তাটি ওই এলাকার আল-আমিন বাজার সড়ক ও শ্রীনগর-দোহার আ লিক সড়কের সংযোগ রাস্তা হওয়ার ফলে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত রয়েছে।
স্থানীয় বাসিন্দা জুয়েল বেপারী বলেন, প্রায় ১ যুগ আগে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর আর্থিক সহযোগীতায় বৈচারপাড় রাস্তা ইট সলিং করা হয়। এরপর রাস্তার উন্নয়নে আর কোন কাজ হয়নি।
আলী আহম্মদ মোড়ল বলেন, বৃষ্টিপাত ও সংস্কারের অভাবে রাস্তাটি দিনদিন নাজুক হয়ে পড়ছে। এতে মানুষ চলা ফেরায় বিড়ম্বনায় পড়ছে। পথচারী মোহাম্মদ রাতুল বলেন, অবস্থা এতটা নাজুক যে পায়ে হেঁটে চলাচলেও কষ্ট। আর অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে গিয়ে পরতে হচ্ছে তাদের বিপাকে।
এ ব্যাপারে বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আল নাসের তানজিল জানান, সড়কটি সংস্কারে স্থানীয় সংসদ সদস্য বিশেষ বরাদ্দ দিয়েছেন। এটি এখন টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে।