শিরোনাম: |
বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।
রোবরার দুপুরে বগুড়া বিমানবন্দরের পাশে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়।
এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর বলছে, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পড়ে। তবে ওই উড়োজাহাজের পাইলটরা সুস্থ আছেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, সবুজ রঙের বিমানটি হঠাৎ গাছপালা ভেঙে মাটিতে এসে পড়ে। খবর পেয়ে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।
ওই বিমানে পাইলটসহ দুজন ছিলেন। বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান কাহালু থানার ওসি মাহমুদ হাসান
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |