প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৪:১৭ পিএম | অনলাইন সংস্করণ
এরা ঘোষণা দেয় বিএনপি আমাদের শত্রু। একটি রাজনৈতিক দল একথা বলতে পারে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরা সরকার নয়। এরা শাসক। এরা ভয়ানক দল। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না। এরা কমান্ডো কায়দায় আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।
শনিবার (১৪ অক্টোবর) নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে প্রতীকী গণঅনশন কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি দেন।
১১টায় রাজধানীর নয়াপল্টনে গণ-অনশন শুরু হয়। চলে বেলা ২টা পর্যন্ত। বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদের ফলের রস খেয়ে গণ-অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী ও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তলে তলে কিছুই হয়নি। গোটা বিশ্ব তাদের সরে যেতে বলছে। তাদের অত্যাচার অবিচারে দেশবাসী আজ অতীষ্ট। তারা কাউকে পাত্তা দেয় না। তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়’।
মির্জা ফখরুল বলেন, যে নেত্রী গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আজীবন ত্যাগ স্বীকার করে আসছেন তিনি আজ বন্দি। আজকে এ অনশনে সব রাজনৈতিক দল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এবং শপথ করেছেন এ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।
তিনি বলেন, আজকে খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি অবিচ্ছেদ্য অংশ। খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে। তাই খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আজকে দেশকে বাঁচাতে হলে, অর্থনীতিকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
বিএনপি মহাসচিব বলেন, আমরা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি না। তাই পূজায় আমরা কোনো কঠিন কর্মসূচি রাখিনি। সরকার নিজেরা পূজা মণ্ডপে হামলা চালিয়ে আমাদের ওপর দায় চাপাবে। এগুলো তাদের অতীত ইতিহাস। তারপরও গতকাল তারা হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সভায় হামলা চালিয়েছে।