প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ২:১৬ পিএম | অনলাইন সংস্করণ
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণে টস জিতে পাকিস্তানকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১ লাখ ৩২ হাজার দর্শক প্রস্তুত, প্রস্তুত দুনিয়াজোড়া কোটি কোটি ক্রিকেট ভক্ত। ক্রিকেটের সবচেয়ে বড় দ্বৈরথ এটি। যেখানে কেবল ক্রিকেটটাই মূখ্য নয়। জড়িয়ে আছে ধর্ম, রাজনীতি, আত্মমর্যাদা, অহংবোধ। যে লড়াইটাকে কোনো ফাইনালের চেয়ে কম বলা যাবে না। মাঠের বাইরের সব জবাব বাইশ গজে দিতে তৈরি দুই দলের বাইশ ক্রিকেটারও।
ম্যাচটিতে নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘দুদলই সমান। কারণ প্রথম দুই ম্যাচে দুদলই চাপ সামলে জয় পেয়েছে। পাশাপাশি বর্তমানে সবাই ভালো ছন্দেও আছে। আমাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ন আমরা নিজেদের খেলাটা কীভাবে খেলি। এমন ম্যাচে মোমেন্টাম ধরে রাখাটা জরুরী।’
পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমি অতীতের দিকে তাকাতে চাই না। আমাদের নজর সামনের দিকে। রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। আমরা সেটিই করার চেষ্টা করব।’
ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান এগিয়ে থাকলেও বিশ্বকাপে সাত দেখার সবকটিতে হেরেছে পাকিস্তান। আজ ৮-০ হয়, নাকি পাকিস্তান হারের ধাঁধা ভাঙতে পারে; সেটিই দেখার বিষয়।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান: আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহীন আফ্রিদি, হারিস রউফ।