প্রকাশ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৬:৫২ পিএম আপডেট: ১৩.১০.২০২৩ ৬:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
কেরানীগঞ্জে তাবলীগ জামাত বাংলাদেশের ৫দিনের জোড়ে আজ শুক্রবার লাখো মুসল্লি জুমার নামাজে শরীক হয়েছেন। তাবলীগের বিশ্ব আমীর দিল্লীর ওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি জুমার নামাজ পড়ান।
তাবলীগ জামাতের সূত্রে জানা যায়, ৫৬ বছর ধরে টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমার স্বাগতিক দেশ ও প্রস্তুতি হিসাবে এই জোড় অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর টঙ্গির ময়দানের পরিবর্তে কেরানীগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে।
জোড়ে তাবলীগের পুরো বছরের সারাদেশের কাজের রিপোর্ট পেশ করা হয়, আবার আগামি এক বছরের কাজের পরিকল্পনা নেয়া হয়। জোড় থেকে দেশি-বিদেশি জামাত বিশ্ব ইজতেমার দাওয়াতের জন্য পাঠানো হয়। বিশ্ব ইজতেমার মতোই এ জোড়েও তাবলীগ জামাতের মূলধারা কেন্দ্রীয় বিশ্ব মারকাজ দিল্লীর নিজামুদ্দিনের মুরুব্বিগন গুরুত্বপূর্ণ বয়ান করেন।
ঢাকার অদূরে কেরানীগঞ্জের বামনশূলে কিংস্টার হাউজিং ময়দানে তাবলীগ জমাতের ৫দিনের জোড় আজ শুক্রবার থেকে ১৭ অক্টেবর মঙ্গলবার পর্যন্ত চলবে। গতকাল তাবলীগের দিল্লীর নিজামুদ্দিন বিশ্ব মারকাজের আমীর মাওলানা সাদ কান্ধলভীর ৩ছেলে সহ মাওল আব্দুস সাত্তার সাহেবের নেতৃত্বে তাবলীগের র্শীষ ১৫জন মুরুব্বিরা ময়দানে এসে পৌছেছেন। সাদ কান্ধলভির অন্য দুই ছেলে হলেন—মাওলানা সাঈদ বিন সাদ কান্ধলভি এবং ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভি।
এই ৫দিনের জোড়ে ১৬টি দেশে প্রায় ৬০০ বিদেশি মেহমান উপস্থিত হয়েছেন। বিদেশি মেহমানরা বিশ্ব ইজতেমা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় দাওয়াতি কাজ করবেন। এছাড়া বাংলাদেশ ২ লক্ষের মতো ৩ চিল্লার সাথী আছেন, ইনশাআল্লাহ এই জোড় ইজতেমায় দেড় লক্ষাধিক ৩ চিল্লার সাথী উপস্থিত হবেন।