মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
হারের তেতো স্বাদ পেল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ১০:১২ পিএম | অনলাইন সংস্করণ

নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। কিন্তু বড় ব্যবধানে হারের তেতো স্বাদ পেয়েছে প্যাট ক্যামিন্সের দল। ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ৪০.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৭ রানে গুটিয়ে যায় অজিরা। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) লখনৌতে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।

লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন এ দুই ব্যাটার। তারা দু’জনে মিলে নির্বিঘ্নে ৫ ওভার কাটিয়ে দেন।

এর পরেই যাওয়া-আসার মিছিলে যোগ দেন অজি ব্যাটাররা। ব্যাট হাতে ধুঁকতে থাকা মিচেল মার্শকে দিয়ে শুরু উইকেট পতন শুরু হয় অজিদের। এরপর নিয়মিত বিরতিতে সাজঘরের পথ ধরেন ডেভিড ওয়ার্নার (১৩) ও স্টিভ স্মিথ (১৯)।

পরে উইকেটে আসেন জশ ইংলিস। তবে উইকেটে থিতু হওয়ার আগেই ড্রেসিংরুমে ফিরে যান তিনিও। রাবাদার বলে বোল্ড হওয়ার আগে ৫ রান করেন।

নিয়মিত বিরতিতে টপ অর্ডারদের হারিয়ে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। দলকে বিপর্যয় থেকে উদ্ধার করতে উইকেটে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু তিনিও ব্যর্থ হয়ে ফিরেছেন। কেশব মহারাজের ঘূর্ণিতে তার কাছেই ক্যাচ দিয়ে ফিরেছেন ম্যাক্সওয়েল (৩)।

তার দেখানো পথেই হেটেছেন আইপিএলে লখনৌ-এর হয়ে খেলা মার্কাস স্টয়নিসও। ঘরের মাঠে মাত্র ৫ রান করেছেন তিনি।

খাদের কিনারা থেকে মিচেল স্টার্কের সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন মার্নাশ লাবুশেন। তবে এ জুটিতে আঘাত হানেন জানসেন। ম্যাচের ৩৪তম ওভারে স্টার্ককে সাজঘরের পথ দেখান তিনি। এর পরের ওভারেই মার্নাশ লাবুশেনকে বাভুমার তালুবন্দী করেন মহারাজ।


সাজঘরের ফেরার আগে অজি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪৬ রান করেন লাবুশেন। তার বিদায়ে ক্রিজে আসেন অ্যাডাম জাম্পা। তাকে সঙ্গে নিয়ে শুধু হারের ব্যবধান কমান অজি দলপতি প্যাট ক্যামিন্স।

এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন কাগিসো রাবাদা।

এর আগে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট ক্যামিন্স। প্রোটিয়াদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। শুরু থেকেই দেখে খেলছেন ডি কক ও বাভুমা। এ দু’জনের ব্যাট থেকে আসে ১০৮ রান।

অজি শিবিরে ভয় ধরানে এ জুটি ভাঙেন ম্যাক্সওয়েল। ম্যাচের ২০তম ওভারে ম্যাক্সওয়েলের বলে ওয়ার্নারের তালুবন্দী হন টেম্বা বাভুমা। আউট হওয়ার আগে ৩৫ রান করেন তিনি।

পরে বাইশ গজে এসেই মাঠের চারপাশ থেকে রান তুলতে থাকেন রাসি ভ্যান ডার ডুসেন। অবশ্য উইকেট থিতু হওয়ার পর অ্যাডাম জাম্পা ঘূর্ণিতে অ্যাবটকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এ ব্যাটার (৩৫)।

এরপর ক্রিজে আসেন এইডেন মার্করাম। এর পরেই প্যাট ক্যামিন্সকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন ডি কক। যা এবারের আসরে দ্বিতীয় সেঞ্চুরি তার। অবশ্য সেঞ্চুরির ইনিংস লম্বা করতে পারেননি তিনি।

ম্যাক্সওয়েলের বলে দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হয়েছেন ডি কক। বোল্ড হওয়ার আগে ১০৮ রান করেন এ প্রোটিয়া ওপেনার।

তার বিদায়ে উইকেটে এসেছেন হেনরিখ ক্লাসেন। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মার্করাম। পরে ফিফটিও তুলে নেন মার্করাম। কিন্তু ফিফটির ইনিংস লম্বা করতে পারেনি তিনি। ব্যক্তিগত ৫৬ রানে প্যাট ক্যামিন্সের বলে হ্যাজেলউডের তালুবন্দী হন তিনি।

মার্করামের পর সাজঘরে ফিরে যান হেনরিখ ক্লাসেনও। পরপর দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়েছে প্রোটিয়ারা। তবে চাপ সামলে শেষ মুহূর্তে ডেভিড মিলারের ও জানসেনের ক্যামিও ইনিংসে প্রোটিয়ারা থামে ৩১১ রানে থামে টেম্বা বাভুমার দল।

এদিন অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]